সন্তান জন্মদানে উৎসাহী করতে স্বামী-স্ত্রীকে ১৫০০ ডলার দিচ্ছে চীন সরকার। এই সহায়তা প্রায় দুই কোটি পরিবারকে শিশুদের লালন-পালনের খরচ বহন করতে সাহায্য করবে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সম্প্রতি দেশব্যাপী এ ভর্তুকির ঘোষণা দেয় বেইজিং।
সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রায় এক দশক আগে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাদের বিতর্কিত এক সন্তান নীতি বাতিল করার পরও দেশটির জন্মহার কমছে। এ প্রকল্পের আওতায় সন্তান জন্ম দিলে ৩৬০০ ইউয়ান করে প্রথম তিন বছর প্রদান করবে দেশটি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন যখন জনসংখ্যার সংকটের মুখোমুখি হচ্ছে, তখন দেশটির বেশ কয়েকটি প্রদেশ জনগণকে আরও সন্তান ধারণে উৎসাহিত করার জন্য কিছু ধরনের বেতন-ভাতা চালু করেছে। সোমবার ঘোষিত এই প্রকল্পে অভিভাবকরা প্রতি সন্তানের জন্য মোট ১০,৮০০ ইউয়ান পর্যন্ত অর্থ সহায়তা পাবেন। এই বছরের শুরু থেকে নীতিটি কার্যকর হবে বলে জানায় চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।
তবে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী সন্তানদের পরিবারগুলোও আংশিক ভর্তুকির জন্য আবেদন করতে পারে। চীনে জন্মহার বৃদ্ধির জন্য স্থানীয় সরকারগুলোর প্রচেষ্টার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনভিত্তিক জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান ইউওয়ার এক সমীক্ষা অনুসারে, তুলনামূলকভাবে সন্তান ধারণের জন্য দেশটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থানগুলোর মধ্যে একটি। গবেষণায় দেখা গেছে, চীনে ১৭ বছর বয়স পর্যন্ত একটি শিশুকে লালন-পালন করতে গড়ে ৭৫,৭০০ ডলার খরচ হয়।
জানুয়ারিতে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমেছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো অনুসারে, ২০২৪ সালে চীনে ৯.৫৪ মিলিয়ন শিশুর জন্ম রেকর্ড করা হয়েছে। ২০২৩ সালের তুলনায় জন্মহার সামান্য বৃদ্ধি পেলেও দেশের সামগ্রিক জনসংখ্যা হ্রাস পেতে থাকে।
বর্তমানে দেশটির ১.৪ বিলিয়ন জনসংখ্যা দ্রুত বয়স্ক হচ্ছে, যা বেইজিংয়ের জনসংখ্যাগত উদ্বেগকে আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন