এবার এক দিনে ইউক্রেনের ২৩২ ড্রোন ভূপাতিতের দাবি করেছে রাশিয়া। ইউক্রেন প্রেরিত ড্রোনগুলো রাজধানীর উদ্দেশে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করবে আশঙ্কায় ভূপাতিত করেছে দাবি রাশিয়ার। তুরস্ক শান্তি আলোচনায় অংশগ্রহণ না করার পর জেলেনস্কির নতুন নিষেধাজ্ঞা জারির পর এ হামলা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা।
রাশিয়া বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের অন্তত ২৩২টি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনগুলো রাশিয়ার রাজধানী মস্কোর দিকে উদ্দেশ করে পাঠানো হয়েছিল বলে দাবি করেছে রাশিয়া। নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে মস্কোর তিনটি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীতে প্রবেশের পূর্বেই তিনটি ড্রোন ভূপাতিত করা হয়। এই হামলার ফলে ডোমোদেদোভো, ভনুকোভো এবং শেরেমেতিয়েভো বিমানবন্দরগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়, যদিও কিছুক্ষণ পরে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অপরদিকে, ওরিওল অঞ্চলের সেমিকন্ডাক্টর কারখানা লক্ষ করে ড্রোন পাঠানোর দাবি ইউক্রেনের। কারখানাটি রাশিয়ার যুদ্ধবিমান ও ক্ষেপনাস্ত্র উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম সরবরাহ করে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন বছর চলার পর এখন ড্রোন নির্ভর হয়ে উঠেছে। ড্রোন হামলা এখন একটি কৌশলগত হাতিয়ারে রূপ নিয়েছে। যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষই এখন ড্রোন ব্যবহার করে শত্রুপক্ষের ভেতরে গভীরভাবে আঘাত হানার চেষ্টা করছে। এই প্রযুক্তির বিস্তার রাশিয়া এবং ইউক্রেন উভয়কেই ড্রোন উৎপাদন ও মোতায়েনের নতুন কৌশল খুঁজতে বাধ্য করেছে। ড্রোন প্রতিহত করতে ব্যবহার করা হচ্ছে ইলেকট্রনিক জ্যামিং যা ড্রোন নিয়ন্ত্রণ বিঘ্নিত করবে এবং কৃষকদের হাতে শটগান যা দয়ে তারা পাল্টা হামলা করবে।
যেকোনো সময় ড্রোন হামলার কারণে সেনারা মানসিক চাপে ভুগছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা টয়লেট বা যানবাহনের মধ্যে হামলার শিকার হচ্ছেন, গাড়ি থেকে পালিয়ে যাচ্ছেন, যা এই যুদ্ধের নির্মম বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ফ্রন্টলাইনের কিছু গুরুত্বপূর্ণ এলাকায় অগ্রসর হচ্ছে। রাশিয়াপন্থি যুদ্ধ ব্লগাররা বলছেন, রুশ সেনারা পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলে পোকরোভস্ক এবং কোস্টিয়ানটিনিভকার মধ্যবর্তী এলাকায় ইউক্রেনীয় প্রতিরক্ষা লাইন ভেঙে ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে।
আপনার মতামত লিখুন :