সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৩:১১ এএম

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৩:১১ এএম

তুরস্কের পশ্চিম বালিকেসির প্রদেশের সিন্দিরগিতে ১০ আগস্ট ভূমিকম্পের পর জীবিতদের সন্ধানে একটি ধসে পড়া ভবনের দিকে ছুটে যাচ্ছে মানুষ। ছবি- সংগৃহীত

তুরস্কের পশ্চিম বালিকেসির প্রদেশের সিন্দিরগিতে ১০ আগস্ট ভূমিকম্পের পর জীবিতদের সন্ধানে একটি ধসে পড়া ভবনের দিকে ছুটে যাচ্ছে মানুষ। ছবি- সংগৃহীত

পশ্চিম তুরস্কের বালিকেসির প্রদেশে রোববার সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এই তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পটি ইস্তাম্বুল এবং ইজমিরসহ বেশ কয়েকটি প্রদেশে অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এএফএডি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বালিকেসির প্রদেশের সিনদিরগি জেলায় এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল)।

অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পের মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার রেকর্ড করেছে। এর কিছুক্ষণ পরেই ৪.৬ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, ইস্তাম্বুল এবং পার্শ্ববর্তী প্রদেশগুলোতে এএফএডি এবং অন্যান্য জরুরি দল পরিদর্শনের কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে কোনো বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বালিকেসিরের সিনদিরগি এলাকায় প্রায় ১০টি ভবন ধসে পড়েছে বলে জানা গেছে।

তুরস্কের  প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সমস্ত সরকারি সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, তুরস্ক বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর মধ্যে অবস্থিত। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় প্রায় ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল, যা দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। রোববারের এই ভূমিকম্প সেই ভয়াবহ স্মৃতিকে আবারও উস্কে দিয়েছে।

Shera Lather
Link copied!