তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর জন্য রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা ২ হাজার ৪৩০ বছর পর্যন্ত কারাদণ্ডাদেশের আবেদন জানিয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রকাশিত আদালতের নথি এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের খবরে এই তথ্য জানা গেছে।
প্রায় ৪ হাজার পৃষ্ঠার অভিযোগপত্রে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) এই জনপ্রিয় নেতার বিরুদ্ধে অপরাধী চক্র পরিচালনা, ঘুষ, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, চাঁদাবাজি ও দরপত্র জালিয়াতিসহ নানা গুরুতর অভিযোগ আনা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, এই অভিযোগের ফলে তার সর্বোচ্চ ২ হাজার ৪৩০ বছরের কারাদণ্ড হতে পারে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে যে, ইমামোগলু ‘এক অক্টোপাসের মতো’ তুরস্কজুড়ে বিস্তৃত একটি অপরাধচক্রকে নিয়ন্ত্রণ করতেন।
গত ১৯ মার্চ গ্রেপ্তার করা হয়েছিল ইমামোগলুকে। তুরস্কের বৃহত্তম বিরোধী দল সিএইচপি অভিযোগ করেছে যে, প্রেসিডেন্ট এরদোয়ান ও তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর থেকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
ইমামোগলু ছিলেন এরদোয়ানের সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী, যিনি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে গ্রেপ্তারের পর থেকে আরও কয়েকজন সিএইচপি মেয়র, কর্মকর্তা ও রাজনীতিবিদকেও আটক করা হয়েছে। এই গ্রেপ্তারগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিন্দা জানিয়েছেন অনেকে।
বিরোধীদলীয় নেতা ও কর্মীরা এই গ্রেপ্তারের প্রতিবাদে নিয়মিত সমাবেশ করছেন। জবাবে কর্তৃপক্ষ প্রায় ২ হাজার মানুষকে আটক করে, যদিও পরে তাদের বেশির ভাগকেই ছেড়ে দেওয়া হয়। তবে গত মাসে আঙ্কারার একটি আদালত সিএইচপি নেতা ওজগুর ওজেলের বিরুদ্ধে করা একটি আলাদা দুর্নীতি মামলা খারিজ করে দেয়, আদালত জানায় মামলাটির কোনো ভিত্তি নেই।
ওই মামলায় অভিযোগ ছিল, ২০২৩ সালের নভেম্বরে সিএইচপির প্রাথমিক নির্বাচনে ভোট কেনাবেচা হয়েছিল। কিন্তু আঙ্কারার ৪২তম দেওয়ানি আদালতের বিচারক মামলাটিকে ‘অপ্রাসঙ্গিক’ বলে খারিজ করে দেন। মঙ্গলবার ওজেল আবারও নিশ্চিত করেছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সিএইচপির প্রার্থী হবেন একরেম ইমামোগলু। পার্লামেন্টে ভাষণে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘একজন মানুষ কি একসঙ্গে নির্বাচনী জালিয়াত, জাল আদেশধারী, চোর, সন্ত্রাসী ও গুপ্তচর হতে পারেন?’
ওজেল বলেন, ‘একজন নির্দোষ মানুষকে এই অভিযোগগুলোর যেকোনো একটির জন্য অভিযুক্ত করাও বড় অন্যায়। কিন্তু যখন সব অভিযোগ এক ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া হয়, সেটাই আসল অপরাধ… তার একমাত্র অপরাধ হচ্ছে এই দেশের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়া।’



