ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৬ জন নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) ভোরে দেশটির ঝাড়খণ্ডের বোকারো জেলায় এই ঘটনা ঘটে।
ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) জানিয়েছে, ওই এলাকা থেকে সেনারা একটি এসএলআর, দুটি ইনসাস রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার করেছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জেলার লালপানিয়া এলাকার লুগু পাহাড়ে অভিযানে যায় নিরাপত্তা বাহিনী। এ সময় মাওয়াবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে তারা। পরে গুলি বিনিময়ের সময় ছয়জন মওয়াবাদী নিহত হন।
এ বিষয়ে সিআরপিএফ জানিয়েছে, ‘কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স ও রাজ্য পুলিশ যৌথ অভিযান শুরু করে। সোমবার সকালে ঝাড়খণ্ডের বোকারো জেলার লালপানিয়া এলাকার লুগু পাহাড়ে অভিযানের সময় গুলি বিনিময়ে ছয়জন মাওবাদী নিহত হন।
তবে এখন পর্যন্ত সৈন্যদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’
এর আগে গত ১২ এপ্রিল ঝাড়খণ্ডের জাগুয়ারের একজন ভারতীয় সৈন্য নিহত হন। এ ছাড়া ঝাড়খণ্ডের চাইবাসায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে অপর এক সিআরপিএফ কর্মী আহত হন।
রাঁচির ডিআইজি-কাম-সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) চন্দন কুমার সিনহা এক বিবৃতিতে বলেছেন, ‘ঝাড়খণ্ড জাগুয়ারের এক জওয়ান আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন, যখন একজন সিআরপিএফ জওয়ান চিকিৎসাধীন।’
প্রসঙ্গত, ঝাড়খণ্ডে মাঝেমধ্যেই মাওবাদীদের সাথে সংঘর্ষে জড়ায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। এর আগে,  জারাইকেলায় আইইডি বিস্ফোরণে নকশালবিরোধী অভিযানের সময় দুই সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন।
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন