পাকিস্তানে ভারতীয় হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারত সরকার দাবি করেছে, ভারত পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালিয়েছে। পাকিস্তানের সামরিক স্থাপনা কোনোভাবেই তাদের লক্ষ্যবস্তু ছিল না।
তবে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী পাল্টা দাবি করে বলেন, ভারত ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
ভারত পেহেলগাম ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, এ সময় ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের এই হামলাকে ‘লজ্জাজনক’ বলেছেন।
আপনার মতামত লিখুন :