ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

পাকিস্তানের হামলাকে ব্যর্থ বললেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০২:২৪ পিএম
জম্মু-কাশ্মিরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ছবি- সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পাকিস্তানের ড্রোন হামলাকে ‘ব্যর্থ’ বলে দাবি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

শুক্রবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে ওমর আবদুল্লাহ বলেন, ‘গত রাতে পাকিস্তান জম্মু শহর ও তার আশপাশের এলাকা লক্ষ্য করে পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি পর্যালোচনার জন্য জম্মু যাচ্ছি। আমি এখন গাড়িতে আছি।’

স্থানীয় এক বাসিন্দা ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে জানান, রাত ১০টার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। 

তিনি বলেন, ‘প্রথম বিস্ফোরণের পরপরই পুরো শহরে বিদ্যুৎ চলে যায়। তারপর রাতভর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে। পরে আমরা জানতে পারি যে এগুলো ছিল ড্রোন হামলার ফলে সৃষ্ট শব্দ এবং ভারতের সেনাবাহিনী লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সব ড্রোন ধ্বংস করেছে।’

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘গতকাল রাতে আমরা যখন খাবার খাচ্ছিলাম, সে সময় প্রথম বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তারপর ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিস্ফোরণের শব্দ শুনেছি। এখন পর্যন্ত কোনো নিহত বা আহতের সংবাদ আমরা পাইনি।’

‘অপারেশন সিঁদুর’-এর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতে ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের জম্মুর পুঞ্চ এবং রাজৌরি এলাকায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী।

এদিকে ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, গতকাল জম্মুতে ড্রোন হামলার পাশাপাশি জম্মু-কাশ্মিরের সাম্বা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল কয়েক শ পাকিস্তানি, সেই চেষ্টা রুখে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসাী হামলার জের ধরে গত মঙ্গলবার ভারতের বিমান বাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মিরসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে সংক্ষিপ্ত এই সেনা অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

সূত্র : এএনআই