ভারতের কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন দেখা গেছে। সোমবার (১৯ মে) রাতে ভারতের কলকাতার আকাশে একাধিক রহস্যময় ড্রোন চক্কর দেয়।
ফলে, আকাশে নিরাপত্তা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে বিজয় দুর্গ (সাবেক ফোর্ট উইলিয়াম)-এর মতো রেড জোন এলাকায় ড্রোন উড়তে দেখা যাওয়ায় উদ্বেগ বেড়েছে প্রশাসনে।
বুধবার (২১ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কলকাতা পুলিশ জানিয়েছে, সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় এসব ড্রোন উঠতে দেখা গেছে। ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের ওপর দিয়ে এসব ড্রোন উড়েছে।
এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সেনাবাহিনীও বিষয়টি খতিয়ে দেখছে বলে নিশ্চিত করেছেন তারা।
আনন্দবাজার জানিয়েছে, বেশির ভাগ ড্রোন বিজয় দুর্গের (সাবেক ফোর্ট উইলিয়াম) আশপাশে উড়েছে। এ এলাকাটি রেড জোন হওয়ায় এখানে ড্রোন উড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।
কলকাতা পুলিশ সূত্র জানিয়েছে, ড্রোনগুলো মহেশতলার দিক থেকে আসতে দেখা গেছে। এজন্য বিভিন্ন জায়গায় সতর্ক করা হয়েছে। সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, এ এলাকাগুলোতে ড্রোন চালানো আইনগতভাবে নিষিদ্ধ। ফলে, এটি কোনো নাশকতামূলক পরিকল্পনার অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভারত-পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই ড্রোন ঘটনাকে আরও স্পর্শকাতর ও সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন