পেহেলগামে সন্ত্রাসী হামলার পর জম্মু ও কাশ্মীর এবার প্রকৃতির নির্মমতার কবলে পড়েছে। উপত্যকার তাপমাত্রা গত ৫৭ বছরের রেকর্ড ভেঙেছে।
শুক্রবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কাশ্মীরের তাপমাত্রা বৃহস্পতিবার (২২ মে) গত ৫৭ বছরের রেকর্ড ভেঙেছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার (২২ মে) শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
এর আগেও কাশ্মীরের তাপমাত্রা ৩০ ডিগ্রি পার করেছে। শ্রীনগরের তাপমাত্রা ১৯৬৮ সালে ৩৬.৪ ডিগ্রি হয়েছিল। এ ছাড়াও ১৯৫৬ সালের ৩১ মে উপত্যকাটির তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছেছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের তাপমাত্রা সর্বকালীন রেকর্ড পার করেছে। বৃহস্পতিবার (২২ মে) সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি। এর আগে সর্বোচ্চ ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০০১ সালের ১৫ মে।
সংবাদ প্রতিদিন আরও জানায়, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে শিক্ষা বিভাগ স্কুলের সময় পরিবর্তন করার নির্দেশ দিয়েছে। শ্রীনগর এলাকার স্কুলগুলো সকাল সাড়ে ৮টা থেকে আড়াইটা পর্যন্ত খোলা রাখতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :