আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই রাজ্য সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি কর্মসূচির অংশ হলেও এই সফরের রাজনৈতিক তাৎপর্য রয়েছে বল মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) সিকিম সফর সেরে আলিপুরদুয়ার পৌঁছাবেন নরেন্দ্র মোদী। সেখানে একটি জনসভায় অংশ নেবেন। এ সময় আগামী বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল, প্রচার, পরিকল্পনা এবং সাংগঠনিক শক্তিকে কীভাবে কাজে লাগানো হবে, তা নিয়ে দলের কর্মীদের পরামর্শ দিতে পারেন তিনি।
এ ছাড়াও উত্তরবঙ্গে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’। বিজেপি কর্মীদের ধারণা, এদিন শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’ নিয়ে নতুন কোনো বার্তা দেবেন ভারতের প্রধানমন্ত্রী।
এদিকে, মোদির এই সফর ঘিরে আলিপুরদুয়ারের প্রস্তুতি তুঙ্গে। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে হবে এ জনসভা। ওই এলাকার সব রাস্তাঘাট নরেন্দ্র মোদি কাটআউটে মুড়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রচার চলছে বিজেপির পক্ষ থেকে। সভাস্থল ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা।
আলিপুরদুয়ারের বিজেপি কর্মী পঙ্কজ মিত্র বলেন, ‘আমরা উত্তরবঙ্গবাসী আনন্দিত যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসছেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের জন্য কিছু উপহার নিয়ে আসবেন।’
বৃহস্পতিবার দিল্লি থেকে আকাশপথে বাগডোগরা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী মোদি। সেখান থেকে সিকিমের গ্যাংটকে পৌঁছাবেন। সিকিম থেকে হেলিকপ্টারে করে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে নামবেন তিনি। জনসভা শেষ করার পর বিহারের নির্বাচনী প্রচারে জন্য পাটনার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
মোদির সফরের পরেই, আগামী ৩১ মে রাজ্যটিতে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার সফরের মূল লক্ষ্য সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ।
১ জুন হুগলির আরামবাগে একটি সমবায় সংক্রান্ত অনুষ্ঠান রয়েছে, অন্যটি স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মসূচি। বিজেপির সংগঠনের শীর্ষ নেতা শাহ দলীয় নেতাদের সঙ্গে কথা বলতে পারেন। কলকাতার নিউটাউনের হোটেলে রাজ্য বিজেপির নেতাদের নিয়ে বৈঠকের সম্ভাবনা রয়েছে অমিত শাহের।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন