ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ভারতে ৮ বাংলাদেশি আটক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১১:১৯ এএম
প্রতীকী ছবি

অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগে ভারতের আসামে আট বাংলাদেশিকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। 

পুলিশ জানায়, ভারত-বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে মেঘালয় হয়ে আসামে গেলে ওই আটজনকে আটক করা হয়। তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল না বলে অভিযোগ করা হয়েছে।

আটকরা কাজের জন্য চেন্নাই যাচ্ছিলেন বলে জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশের জামালপুরের বাসিন্দা। এরই মধ্যে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।