ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

‘জয় বাংলা’ স্লোগান শুনেই মেজাজ হারালেন বিজেপি নেতা শুভেন্দু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৯:২৬ পিএম
‘জয় বাংলা’ স্লোগান শুনে তেড়ে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি- ভিডিও থেকে নেওয়া

ভারতের পরশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার রাস্তা দিয়ে যাচ্ছিল বিজেপি ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। এর মধ্যে রাস্তার পাশে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

এরপরই গাড়ি থেকে নেমে তাদের দিকে তেড়ে যান শুভেন্দু। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি তৃণমূলের অফিশিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়।

ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে শুভেন্দু জানতে চান, কে এমন স্লোগান দিচ্ছেন? একজন এগিয়ে গেলে বলা হয়, ‘জয় শ্রীরাম বলুন’। এরপরেই দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। ফেরার সময় ওই ব্যক্তিকে ‘রোহিঙ্গা’, ‘পাকিস্তানি’ও বলতে শোনা যায় শুভেন্দুকে।

ভিডিওটি শেয়ার করে তৃণমূলের ফেসবুক পেজে লেখা হয়, “ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে! বাংলার মানুষের এমন রূপ আগে দেখেননি শুভেন্দু অধিকারী। ‘জয় বাংলা’ শুনলে গায়ে যেন ফোস্কা পড়ে! হুগলির পুরশুড়ায় গাড়ি থামিয়ে হিন্দু নাগরিককে রোহিঙ্গা-পাকিস্তানি বলছেন! জয় শ্রীরাম বলতে হবে, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। বাঙালির ভাষা, সংস্কৃতি, আত্মপরিচয় ভুলিয়ে দিতে চাইছেন? দিন ঘনিয়ে আসছে, মুখ থুবড়ে পড়বেন! জয় বাংলা!”

তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয় ভিডিওটি