সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে চেতক-চিতার বদলে ২০০টি আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত। এর মধ্যে ১২০টি হেলিকপ্টার পাবে সেনাবাহিনীর আর্মি অ্যাভিয়েশন কোর, আর বাকি ৮০টি হেলিকপ্টার যাবে বিমানবাহিনীর কাছে।
নতুন এই হেলিকপ্টারগুলো সীমান্তে নজরদারি, দ্রুত অভিযান, সৈন্য ও সরঞ্জাম পরিবহণ, আহত ও সমরাস্ত্র বহন, অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক সহায়তা প্রদানে ব্যবহৃত হবে।
সীমান্ত নিরাপত্তায় ভারত দীর্ঘ পাঁচ দশক ধরে ব্যবহৃত পুরোনো চেতক ও চিতা হেলিকপ্টারগুলো ব্যবহার করে আসছে। এ মডেলগুলো বর্তমানে আধুনিক যুদ্ধক্ষেত্র ও পাহাড়ি এলাকা যেমন লাদাখ, সিয়াচেনের মতো কঠিন পরিবেশে কার্যকর নয়।
যার কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে ‘রিকোয়েস্ট ফর ইনফরমেশন’ (আরএফআই) জারি করেছে, যা আগামী ২২ আগস্টের মধ্যে শেষ হবে। এরপর ধাপে ধাপে নির্মাতাদের সঙ্গে দরপত্র ও আলোচনা শুরু হবে।
প্রথমে ভারত রাশিয়ার Kamov Ka-226T হেলিকপ্টারটি বিবেচনা করেছিল। কিন্তু এখন দেশীয় ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অংশ হিসেবে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি লাইট ইউটিলিটি হেলিকপ্টার (LUH)-কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারি সূত্র জানায়, নতুন হেলিকপ্টারগুলোর ধাপে ধাপে সরবরাহ শুরু হবে এবং পুরোপুরি পুরোনো হেলিকপ্টার বদলে নেওয়ার কাজ কয়েক বছর সময় নিতে পারে।
পুরোনো চেতক-চিতার যুগ শেষ করে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনী দ্রুতগামী, আধুনিক ও বহুমুখী হেলিকপ্টার পাবে, যা সীমান্তে অভিযানে ও উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সশস্ত্রবাহিনী আশা করছে।
আপনার মতামত লিখুন :