সীমান্ত নিরাপত্তা জোরদারে মেঘালয়ে ভারত–বাংলাদেশ সীমান্তে ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ‘অপারেশন অ্যালার্ট’ চালু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে চালু করা এ অভিযান রাজ্য পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে পরিচালিত হচ্ছে। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
মঙ্গলবার বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, সীমান্তের অগ্রবর্তী এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং ফ্রন্টিয়ার সদর দপ্তর ও সেক্টর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত থেকে অভিযান তদারকি করছেন।
প্রতিবেদনে বলা হয়, অভিযানে টহল জোরদার, ২৪ ঘণ্টা এলাকা নিয়ন্ত্রণ, তল্লাশি চৌকি এবং নদীপথে টহল অন্তর্ভুক্ত রয়েছে, যাতে সীমান্তের ফাঁকফোকরগুলো বন্ধ করা যায়। গবাদিপশু চোরাচালান, মাদক ও চোরাইপণ্যের গতিবিধি এবং অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া স্থল ও নদীপথের ঝুঁকিপূর্ণ রুটগুলো ভ্রাম্যমান টহল দলের মাধ্যমে সবসময় নজরদারিতে রাখা হয়েছে।
বর্তমানে সীমান্ত এলাকায় অবস্থান করা বিএসএফ শিলং ফ্রন্টিয়ারের পরিদর্শক জেনারেল ওপি উপাধ্যায় বলেন, ‘অপারেশন অ্যালার্ট’ জাতীয় নিরাপত্তা রক্ষায় বিএসএফের অঙ্গীকারের প্রতিফলন এবং যেকোনো অপ্রীতিকর কার্যক্রম প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন