ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিক্ষেত্রের ছাদ ধসে নিহত ৫

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৮:২৯ পিএম
শুক্রবার বিকেলে মুঘল সম্রাট হুমায়ুনের ঐতিহাসিক সমাধিক্ষেত্রের একটি ছাদ ধসে পড়ে। ছবি- সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির নিজামুদ্দিন এলাকায় মুঘল সম্রাট হুমায়ুনের ঐতিহাসিক সমাধিক্ষেত্রের একটি ছাদ ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দিল্লি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর নয়জনকে আহত অবস্থায় এআইআইএমএস হাসপাতালে নেওয়া হয়। এরমধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ-পূর্ব জেলা পুলিশের ডেপুটি কমিশনার জানান, নিহত দুই পুরুষের বয়স যথাক্রমে ৭৯ ও ৩৫ বছর এবং তিন নারীর বয়স ৪২, ৪০ ও ৪০ বছর।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কাছে দরগাহ শরীফ পাত্তে শাহের একটি কক্ষের ছাদ ধসে পড়ে। খবর পেয়ে দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস ও এনডিআরএফ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এএনআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ ঘটনাস্থল থেকে মোট ১১ জনকে উদ্ধার করে এআইআইএমএস ও লোকনায়ক হাসপাতালে পাঠায়।

এদিকে উদ্ধার তৎপরতা এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ।