ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

পরকীয়া নিয়ে খোঁচা, স্ত্রীর কান ছিঁড়লেন স্বামী

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ১১:২৮ এএম
প্রতীকী ছবি

দাম্পত্য জীবনে কলহ তো হবেই। কিন্তু এই কলহ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে, যখন তা রূপ নেয় রক্তারক্তিতে। তেমনটাই কিন্তু ঘটেছে এক দম্পতির সংসারে। স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এরপরই পুলিশের দ্বারস্থ হন স্ত্রী।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার শান্তিপুর এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবি দেবনাথ নামে এক নারীর অভিযোগ, স্বামী টিঙ্কু দেবনাথ তার কান টেনে ছিঁড়ে নিয়েছেন। এ নিয়ে সোমবার শান্তিপুর থানায় তিনি টিঙ্কুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছবি ও টিঙ্কু বেশ কয়েক বছর ধরে সংসার করছেন। টিঙ্কু পেশায় একজন শ্রমিক। সম্প্রতি কাজ শেষে বাড়ি ফিরেছিলেন তিনি। এর মধ্যেই ঝগড়ায় জড়িয়ে পরেন স্বামী-স্ত্রী।

ছবি দেবনাথের দাবি, প্রতিবেশী এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন টিঙ্কু। এ নিয়ে প্রতিবাদ করায় রোববার রাতে তাকে মারধর করেন স্বামী। তাতেই থেমে থাকেননি, একপর্যায়ে কান টেনে ছিঁড়ে দেন টিঙ্কু।

এর মধ্যেই ছবির চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের মানুষ। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কানে ব্যান্ডেজ নিয়ে সোমবার থানায় হাজির হন তিনি। স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে শাস্তির দাবি করেন।

এরই মধ্যে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযোগের প্রতিক্রিয়ায় এখনো টিঙ্কুর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।