ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

শ্বশুরকে ‘বাবা’ সাজিয়ে ভোটার তালিকায় নাম!

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ১০:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

উত্তর ২৪ পরগনার বনগাঁর সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভোটার তালিকায় নাম তোলা ও পঞ্চায়েতে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করার অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, শ্বশুরকে ‘বাবা’ সাজিয়ে পরিচয়পত্র বানিয়েছেন ওই অনুপ্রবেশকারী।

স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৯ নম্বর বুথের বাসিন্দা সাইদ হোসেন কয়েক মাস আগে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। পরে এলাকার বাসিন্দা ওহিদুল মণ্ডলের কন্যা শাবানা মণ্ডলকে বিয়ে করেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

অভিযোগ অনুযায়ী, শ্বশুরের পরিচয়পত্র ব্যবহার করে তিনি নিজের ভোটার পরিচয়পত্র তৈরি করেছেন। তাতে বাবার নামের জায়গায় রয়েছে শ্বশুরের নাম। একইভাবে স্ত্রী শাবানার পরিচয়পত্রেও বাবার নাম হিসেবে উল্লেখ রয়েছে ওহিদুল মণ্ডলের নাম।

শুধু পরিচয়পত্র নয়, সাইদ হোসেন বর্তমানে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী হিসেবেও কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এতে প্রশ্ন দেখা দিয়েছে, কীভাবে তিনি চাকরিতে যোগ দিলেন এবং তার পরিচয়পত্র যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি কেন।

বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির বাগদা চার মণ্ডলের সভাপতি সুমন অধিকারী অভিযোগ করে বলেন, ‘সাইদ অনুপ্রবেশকারী, বাংলাদেশের বাসিন্দা। তার বাংলাদেশের কোভিড টিকাকরণের কার্ড, ভোটার কার্ড সবই রয়েছে। আমরা সেসব প্রমাণ বিডিও অফিসে জমা দিয়েছি।’

এ বিষয়ে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কামরুল নাহার খা মণ্ডল জানান, ‘আমাদের পক্ষে তো জানা সম্ভব নয় আসল সত্যিটা কী। প্রশাসন তদন্ত করে যা বলবে, সেই নির্দেশই আমরা মেনে চলব।’

তবে এই অভিযোগটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।