ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

মুম্বাইয়ে ব্যাপক বোমা হামলার হুমকিতে শহরজুড়ে হাই অ্যালার্ট

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৫:২৬ পিএম
মুম্বাইজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি- সংগৃহীত

মুম্বাই পুলিশ এক হোয়াটসঅ্যাপ বার্তায় ব্যাপক বোমা বিস্ফোরণের হুমকি পাওয়ার পর শহরজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। হুমকি বার্তায় দাবি করা হয়েছে, শহরের ৩৪টি যানবাহনে ‘মানব বোমা’ বসানো হয়েছে, যা পুরো মুম্বাই কাঁপিয়ে দেবে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে এই বার্তাটি আসে। এর ঠিক একদিন পরই শেষ হতে যাচ্ছে ১০ দিনের গণেশ উৎসব। অনন্ত চতুর্দশীতে শনিবার অনুষ্ঠিত হবে প্রতিমা বিসর্জনের মহোৎসব, যেখানে লাখো ভক্তের সমাগম ঘটবে।

বার্তায় প্রেরক নিজের পরিচয় দিয়েছে ‘লস্কর-ই-জিহাদি’ হিসেবে। এতে আরও বলা হয়েছে, পাকিস্তান থেকে ১৪ জন জঙ্গি ভারতে প্রবেশ করেছে এবং ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করে হামলার পরিকল্পনা করা হয়েছে, যা ‘এক কোটি মানুষকে হত্যা করতে সক্ষম’।

হুমকি পাওয়ার পর মুম্বাই পুলিশ গোটা শহরে নিরাপত্তা বাড়িয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এক কর্মকর্তা। ইতোমধ্যে অ্যান্টি-টেররিজম স্কোয়াডকে (এটিএস) জানানো হয়েছে।

প্রেস কনফারেন্সে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত। আমরা সবধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি। পার্কিং থেকে শুরু করে বেজমেন্ট পর্যন্ত কোনো জায়গা বাদ দেওয়া হচ্ছে না।’ এছাড়া পুলিশ সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।

মুম্বাইয়ের সবচেয়ে বড় উৎসব গণেশ চতুর্থী উপলক্ষে আগেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল পুলিশ। শনিবার প্রতিমা বিসর্জন উপলক্ষে লাখ লাখ ভক্ত রাস্তায় নামবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।