ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

‘ভারতের সবচেয়ে বিপজ্জনক দল বিজেপি’

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৫:৩৮ পিএম
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ছবি- সংগৃহীত

ভারতের সবচেয়ে বিপজ্জনক রাজনৈতিক দল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এমনটাই মন্তব্য করেছেন দেশটির খ্যাতনামা অভিনেতা কৌশিক সেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা, নিজের অভিনয়জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

সদ্য মুক্তিপ্রাপ্ত তার চলচ্চিত্র স্বার্থপর প্রসঙ্গে কৌশিক জানান, এই ছবিতে তিনি ধূসর চরিত্রে অভিনয় করেছেন। তবে ভবিষ্যতে অভিনয়ের পাশাপাশি মঞ্চনির্ভর নাট্যচর্চাতেই বেশি মনোযোগ দিতে চান।

রাজনীতি নিয়ে খোলামেলা মত দিয়ে কৌশিক বলেন, ‘দেশে এখন যে পরিবেশ চলছে, সেখানে স্বাধীনভাবে কথা বলা কঠিন হয়ে উঠেছে। বিজেপি ও তৃণমূল; দু’দলই মনে করে সবাই তাদের অনুগত। কিন্তু বিরোধীরাও মানুষকে ঠিক করে দেয়, কীভাবে প্রতিবাদ জানাতে হবে।’

বর্তমান পরিস্থিতিতে টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে অংশ না নেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘সেসব জায়গায় মূল আলোচ্য থাকে দলীয় রাজনীতি অর্থাৎ তৃণমূল কী বলল, বিজেপি কী বলল এই নিয়েই ঘুরপাক খায় সবকিছু। কিন্তু বাস্তবে সমস্যা দলীয় রাজনীতির বাইরে।’

তিনি আরও বলেন, ‘তৃণমূল রাজ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল, আর সিপিএম ও কংগ্রেস নিজেদের অবস্থান নিয়ে সবসময় দ্বিধায় থাকে। ভোটের সময় তারা একজোট হয়, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের অবস্থান অনিশ্চিত।’

নিজের ব্যক্তিগত জীবনদর্শন প্রসঙ্গে কৌশিক জানান, বয়স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাধারা পরিণত হয়, ফলে পরিসর ছোট হলেও মানসিকভাবে তিনি আরও স্বাধীন বোধ করেন।