ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নালিতাবাড়ীতে অত্যন্ত ক্ষতিকর রং মেশানো শিং মাছ জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৭:৩৮ পিএম
রং মেশানো শিং মাছ জব্দ, এর পর এতিমখানায় বিতরণ। ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ক্ষতিকারক রং মিশিয়ে বিক্রির সময় প্রায় চার কেজি সিং মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার তারাগঞ্জ দক্ষিণ বাজারের মাছমহল থেকে মাছগুলো জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার তারাগঞ্জ দক্ষিণ বাজারের মাছমহলে বাজারে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে মাছের রং উজ্জ্বল করতে ক্ষতিকারক রং ব্যবহার করছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় এক মাছ বিক্রেতার কাছে ক্ষতিকারক রং মেশানো প্রায় চার কেজি শিং মাছ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

জব্দকৃত মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে নালিতাবাড়ী থানার এসআই নুরুল আমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার আলম বলেন, বাজারে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে মাছের রং উজ্জ্বল করতে ক্ষতিকারক রং ব্যবহার করছেন। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই রং মেশানো মাছ শনাক্ত ও তা কেনাবেচা থেকে বিরত থাকার আহ্বান জানাই।