মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০১:২৩ এএম

*গ্লোবাল সুপার লিগ রংপুরের রোমাঞ্চকর জয়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০১:২৩ এএম

*গ্লোবাল সুপার লিগ রংপুরের রোমাঞ্চকর জয়

গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে রংপুর রাইডার্স। তারা এক রানের শ^াসরুদ্ধকর জয় পায় হোবার্ট হারিকেন্সের বিপক্ষে। ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ১৩ রান, ওয়াইডে শুরুর পর বৈধ প্রথম বল ছক্কায় ওড়ালেন মোহাম্মদ নবি। ঘুরে দাঁড়িয়ে পরের দুই বলে কেবল ২ রান দিলেন বোলার আজমাতউল্লাহ ওমারজাই। চতুর্থ ডেলিভারিতে নাবিকে ফিরিয়ে জমিয়ে দিলেন লড়াই। তখনো ম্যাচের ভাগ্য দুলছে। ২ বলে যে প্রয়োজন ৪ রান। শেষ পর্যন্ত ওই সমীকরণ মেলাতে পারল না হোবার্ট হারিকেন্স। রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে দারুণ এক জয় তুলে নিল রংপুর রাইডার্স। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচে ১৫১ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৫০ রানে গুটিয়ে দিয়েছে তারা। টুর্নামেন্টে টানা দ্বিতীয় পেল রংপুর। প্রথম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়েছিল নুরুল হাসান সোহানের দল। রংপুরের এ জয়ের নায়ক সৈয়দ খালেদ আহমেদ। চমৎকার বোলিংয়ে ২৬ রানে ৪ উইকেট নেন এই পেসার। আগের ম্যাচে ৩৬ রানে ৪ শিকার ধরেছিলেন তিনি। দুই ম্যাচেই জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। রংপুরের ম্যাচের শুরুটা ভালো ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নামা দল চতুর্থ ওভারে হারায় সৌম্য সরকারকে। ফাবিয়ান অ্যালেনকে জায়গা বানিয়ে অফ সাইডে খেলতে গিয়ে বোল্ড হন বাঁহাতি ওপেনার (৬ বলে ৫)। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান দারুণ ব্যাটিংয়ে দলের রান বাড়াতে থাকেন। কিন্তু ব্যক্তিগত পঞ্চাশের কাছে গিয়ে বিদায় নেন তিনিও। ১ ছক্কা ও ৬ চারে ৩১ বলে ৪৩ রান করে উসামা মিরের লেগ স্পিনে ক্যাচ দেন আফগান ব্যাটার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর। ইয়াসির আলি, অধিনায়ক সোহান, ওমারজাই, ইফতিখার আহমেদ কিছুই করতে পারেননি। তাদের মধ্যে দুই অঙ্কের ঘরে যেতে পারেন কেবল ওমারজাই (১৫ বলে ১৫)। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে এক প্রান্তে দলের রানের চাকা সচল রাখেন কাইল মেয়ার্স। দুর্দান্ত ব্যাটিংয়ে ইনিংসের একমাত্র ফিফটি করেন তিনি, ৩৪ বলে। শেষ পর্যন্ত ২ ছক্কা ও ৮ চারে ৪২ বলে ৬৭ রান নিয়ে অপরাজিত থাকেন এ ক্যারিবিয়ান অলরাউন্ডার। ৫০ ছাড়ানো ইনিংস খেলা মেয়ার্স বল হাতেও জ্বলে ওঠেন। প্রথম ওভারেই রংপুরকে সাফল্য এনে দেন তিনি। তার বলে কট বিহাইন্ড হন শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকসা। এরপর পালটা আক্রমণ চালান বেন ম্যাকডারমট। দ্বিতীয় ওভারে ওমারজাইকে ৪টি চার মারেন তিনি। ১ ছক্কা ও ৫ চারে ১৯ বলে ৩৪ রান করা আগ্রাসী ব্যাটারকে থামান খালেদ। পরপর দুই ওভারে ম্যাকঅ্যালিস্টার রাইট ও জ্যাক ডোরানকে ফিরিয়ে হোবার্টকে চেপে ধরেন ইফতিখার। রকিবুল হাসান টিকতে দেননি নিখিল চৌধুরিকে। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের দল হোবার্ট। এক প্রান্তে দলের হাল ধরেন নবি। তাকে সঙ্গ দেন ওডেন স্মিথ। একটি করে ছক্কা-চারে ১৩ বলে ২০ রান করা স্মিথকে ফেরানো খালেদ পরের ওভারে এসে পরপর দুই বলে বিদায় করেন অ্যালেন ও র‌্যাফ ম্যাকমিলানকে। লড়াই চালিয়ে ম্যাচ শেষ ওভারে নিয়ে যান নবি। এরপর শেষ ৬ বলের সেই রোমাঞ্চ। যেখানে শেষ হাসি হাসে রংপুর। ৩ ছক্কা ও ১ চারে ৩৬ বলে ৪৪ রান করেন আফগান অলরাউন্ডার নবি।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!