মার্কিন অস্ত্র উৎপাদনকারী ১৫টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইয়েমেন। রোববার (২০ এপ্রিল) সানার মানবিক অপারেশন্স কোঅর্ডিনেশন সেন্টার (এইচওসিসি) এই নিষেধাজ্ঞা আরোপ করে।
ইয়েমেনের সংবাদ সংস্থা সাবা এইচওসিসির বরাত দিয়ে জানয়, কোম্পানিগুলো দখলদার ইহুদিবাদী সত্তা ইসরায়েলের সমর্থকদের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে।
এইচওসিসি নির্বাহী পরিচালক বলেন, ‘এসব কোম্পানি দখলদার ইহুদিবাদী সত্তাকে অস্ত্র সরবরাহে জড়িত, এর বাহিনীকে উন্নত অস্ত্র ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম এবং অন্যান্য জিনিসপত্র সরবরাহ করছে। তাদের এই কর্মকাণ্ড সরাসরি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ।’
তিনি আরও বলেন, ‘এই পদক্ষেপ ইয়েমেন প্রজাতন্ত্র কর্তৃক ১৪৪৫ হিজরির আইন নম্বর ৫-এর অধীনে অপরাধী ঘোষিত নিষিদ্ধ কার্যকলাপের আওতায় পড়ে, যা ইয়েমেন প্রজাতন্ত্রের প্রতি শত্রুতাপূর্ণ রাষ্ট্র, সত্তা ও ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং দখলদার ইহুদিবাদী সত্তার সমর্থকদের ওপর নিষেধাজ্ঞার নিয়ন্ত্রণ সম্পর্কিত।
ইয়েমেনি সরকার বলছে, ফিলিস্তিনে, বিশেষ করে গাজা উপত্যকায় শিশু ও নারীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য দখলদার ইহুদিবাদী সত্তার ক্ষমতাকে দুর্বল করার প্রচেষ্টার অংশ এই নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞা আরও বাড়ানো হতে পারে। নিষেধাজ্ঞার অধীনে থাকবে কোম্পানিগুলোর ঊর্ধ্বতন নির্বাহী বা সুবিধাভোগী মালিক, তাদের স্বামী-স্ত্রী এবং প্রথম স্তরের আত্মীয়রা।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন