অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সোমবার (১২ মে) এ হামলায় আহত হয়েছেন আরও প্রায় একশ মানুষ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত এই যুদ্ধ ও হামলায় গাজায় মোট প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ হাজার ৮৬০ জন।
গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও বড় পরিসরে হামলা শুরু করে ইসরায়েল। এই নতুন দফার হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বার্তাসংস্থা আনাদোলু ও সংবাদমাধ্যম আলজাজিরার খবরে জানানো হয়, সোমবার গাজাজুড়ে বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। এতে বহু বাড়িঘর ধ্বংস হয় এবং বহু মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েন। অনেক এলাকায় উদ্ধারকর্মীরা এখনো পৌঁছাতে পারেননি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও ৯৪ জন। এখন পর্যন্ত এই যুদ্ধে আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৬০০ জন।
গত বছর অক্টোবর থেকে গাজায় শুরু হয় ইসরায়েলি আগ্রাসন। এরপর ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়।
দুই মাস শান্তিপূর্ণ থাকার পর মার্চের মাঝামাঝি আবার শুরু হয় হামলা। হামাস ও ইসরায়েলের মধ্যে বিরোধে এই যুদ্ধবিরতি ভেঙে যায়।
জাতিসংঘ জানিয়েছে, এই যুদ্ধের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বহু মানুষ এখনো নিরাপদ আশ্রয় পাচ্ছেন না। গাজার স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ ও পানির লাইনসহ প্রায় সব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়ে গেছে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গণহত্যার অভিযোগে ইসরায়েল এখন আন্তর্জাতিক বিচার আদালতের মামলার মুখোমুখিও হয়েছে।