ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল নাতানজ পারমাণবিক কেন্দ্র। এটি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মূল ঘাঁটি। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)।
তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে ইসফাহান প্রদেশে অবস্থিত নাতানজ পারমাণবিক কেন্দ্র আংশিকভাবে ভূগর্ভস্থ এবং প্রায় ২.৭ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে প্রায় ৫০,০০০ সেন্ট্রিফিউজ বসানো সম্ভব এবং কেন্দ্রটিতে ইরান ইতোমধ্যে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে—যা আন্তর্জাতিকভাবে উদ্বেগের কারণ।
নাতানজ আগেও সাইবার হামলা ও নাশকতার শিকার হয়েছে, কিন্তু এবারের হামলা ছিল সরাসরি এবং বড় পরিসরে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (পূর্বের টুইটার)-এ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেন, “IAEA ইরানে চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তেজস্ক্রিয়তার মাত্রা নিয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। আমরা আমাদের পরিদর্শকদের সঙ্গেও নিবিড়ভাবে সংযুক্ত আছি।”
এই হামলার ঠিক একদিন আগেই IAEA ইরানের বিরুদ্ধে পারমাণবিক সুরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা না মানার অভিযোগ তোলে। এর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান একটি নতুন সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর ঘোষণা দেয়।