ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

ইরানের হাতে ৫৪ জন মোসাদের গুপ্তচর গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৫, ১০:২৫ এএম
মোসাদের গুপ্তচর গ্রেপ্তার করল ইরান। ছবি- সংগৃহীত

ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মাঝেই ৫৪ জন মোসাদ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। খবর আনাদোলু নিউজ এজেন্সি।

ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানায়, শনিবার (২১ জুন) ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দেশের তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচার, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত।

ইরানের ফার্স নিউজ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। 

এর আগেও রাজধানী তেহরান থেকে ২ জন ও আলবোর্জ প্রদেশ থেকে আরও ২জন সহ মোট  ৪ জন মোসাদের গুপ্তচর গ্রেপ্তার হয়েছিল।

শুক্রবার (১৩ জুন) থেকে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলমান। ইসরায়েলের সরকারি হিসাব মতে, ইরানের হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের দেশে এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনের বেশি আহত হয়েছেন।

এই সময়ের মধ্যে গোয়েন্দা ও সাইবার লড়াইও তীব্র হয়েছে, যার অংশ হিসেবে ইরান এই ৫৪ জন সন্দেহভাজন গুপ্তচর গ্রেপ্তার করার কথা জানাল।