ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

যুদ্ধবিরতিকে উপেক্ষা করে তেহরানে হামলার নির্দেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০৩:১৩ পিএম
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি- সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তেহরানে ব্যাপক হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। 

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং দুটিই প্রতিহত করা হয়েছে। যুদ্ধবিরতির পর সতর্কতা প্রত্যাহার করে আইডিএফ।

এতে আরও জানানো হয়েছে, এক বার্তায় আশ্রয়কেন্দ্র থেকে ইসরায়েলিদের বেরিয়ে আসা নিরাপদ বলে ঘোষণা করা হয়। এরপরই ইরান হামলা করেছে বলে দাবি করা হয়।

এর আগে, টানা ১২ দিনের ভয়াবহ সংঘাতের পর অবশেষে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।