মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য ‘চূড়ান্ত প্রস্তাব’ ঘোষণা করার পর ‘ইসরায়েলি’ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার প্রথম প্রকাশ্য মন্তব্যে হামাসকে নির্মূল করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘গাজায় কোনো হামাস থাকবে না। হামাস থাকবে না। আমরা আর তাদের চাচ্ছি না। এটাই শেষ কথা।’
বুধবার (২ জুলাই) এক সংবাদমাধ্যমক এপিকে দেওয়া এক প্রতিবেদনে হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির জন্য ‘প্রস্তুত’ কেননা গাজায় যেকোনো মূল্যে যুদ্ধের অবসান ঘটাতে হবে।
এপিকে দেওয়া ওই প্রতিবেদনে হামাস কর্মকর্তা তাহের আল-নুনু বলেছেন, ‘আমরা যুদ্ধবিরতির চুক্তির জন্য প্রস্তুত, এটি এখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়।’
তিনি আরও বলেছেন, হামাস যেকোনো উদ্যোগ গ্রহণে প্রস্তুত, যদি তা স্পষ্টতই যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটায়।
এ বিষয়ে এক মিশরীয় কর্মকর্তা জানায়, প্রস্তাবটি নিয়ে আলোচনা করার জন্য বুধবার কায়রোতে হামাসের একটি প্রতিনিধিদল মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :