ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় চলমান যুদ্ধের অবসান না ঘটলে ‘ইসরায়েলের’ সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এমন স্পষ্ট বার্তা দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এসব খবর জানিয়েছে।
প্রেস ব্রিফিংয়ে প্রিন্স ফয়সাল বলেন, “সৌদি আরবের জন্য ‘ইসরায়েল’কে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গেই ঘনিষ্ঠভাবে জড়িত। আমরা আশা করি, আজকের সম্মেলনে যে সুস্পষ্ট ঐকমত্য দেখা গেছে, তা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার গতি সঞ্চার করবে। আর সেই ধারাবাহিকতায় সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা শুরু হতে পারে।”
গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ‘ইসরায়েলের’ সঙ্গে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
প্রিন্স বলেন, ‘এই আলোচনা তখনই শুরু হতে পারে, যদি গাজার সংঘাতের অবসান ঘটে এবং সেখানে মানুষের কষ্ট লাঘব হয়। কারণ প্রতিনিয়ত মৃত্যু, ধ্বংস ও মানবিক বিপর্যয়ের মধ্যে কোনো স্বাভাবিক সম্পর্ক বা আলোচনার বাস্তবতা থাকতে পারে না।’
তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের আলোচনা করতে হবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে এবং একমাত্র তখনই সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি বিবেচনায় আসতে পারে।’