ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

‘ইসরায়েলি’র গুলিতে অস্কারজয়ী প্রামাণ্যচিত্রের কর্মী নিহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১২:০১ পিএম
২০২৩ সালে মাসাফের ইয়াত্তায় অবৈধ ‘ইসরায়েলি’ বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদের সময় এক ফিলিস্তিনি ‘ইসরায়েলি’ বাহিনীর কাছে নথি উপস্থাপন করছেন। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপনকারী এক ‘ইসরায়েলি’র গুলিতে আওদাহ মোহাম্মদ হাদালিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। হাদালিন ফিলিস্তিনি জনগণের ওপর ‘ইসরায়েলি’ সেনা ও বসতিদের হামলা নিয়ে নির্মিত অস্কারজয়ী প্রামাণ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর নির্মাতাদের সহায়তা করেছিলেন। স্থানীয় কর্মকর্তা ও সাংবাদিকদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সোমবার রাতে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, পশ্চিম তীরের উম্ম আল-খাইর গ্রামে বসতিদের হামলার সময় হাদালিনকে গুলি করে হত্যা করা হয়।

এছাড়াও প্রামাণ্যচিত্রটির দুই পরিচালক ‘ইসরায়েলি’ সাংবাদিক ইউভাল আব্রাহাম ও ফিলিস্তিনি সাংবাদিক বাসেল আদরাও হাদালিনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। বাসেল আদরা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “আমার প্রিয় বন্ধু আওদাহ হাদালিন আজ সন্ধ্যায় নির্মমভাবে নিহত হয়েছেন। হাদালিন তার গ্রামের কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন, তখন এক বসতি স্থাপনকারী তার বুকে গুলি চালায়। এভাবেই একেকজনের প্রাণ নিয়ে ‘ইসরায়েল’ আমাদের মুছে ফেলছে।”

সহ-পরিচালক ইউভাল আব্রাহাম বলেন, “হাদালিন একজন অসাধারণ কর্মী ছিলেন। তিনি আমাদের ‘নো আদার ল্যান্ড’ প্রামাণ্যচিত্রে সহায়তা করেছিলেন।”

তিনি ঘটনার একটি ভিডিও প্রকাশ করে বলেন, “গ্রামবাসীরা ঘাতক হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত ‘ইসরায়েলি’ বসতি স্থাপনকারী ইয়িনোন লেভিকে চিহ্নিত করেছেন। এই ভিডিওতেই দেখা যাচ্ছে, কীভাবে পাগলের মতো গুলি ছোড়া হচ্ছে।”

পুলিশ জানায়, এরইমধ্যে এক ‘ইসরায়েলি’ নাগরিককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলার সময় আরেক ফিলিস্তিনি মারধরের শিকার হয়ে আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আওদাহ হাদালিন মাসাফের ইয়াত্তা এলাকার বাসিন্দা ছিলেন। এলাকাটি হেবরনের দক্ষিণে পাহাড়ি অঞ্চলে অবস্থিত একাধিক ফিলিস্তিনি গ্রাম নিয়ে গঠিত। ‘ইসরায়েল’ সরকার এলাকাটিকে ‘সামরিক প্রশিক্ষণ এলাকা’ ঘোষণা করার পর থেকে সেখানকার বাসিন্দারা কয়েক দশক ধরে তাদের বসতিকে রক্ষা করার লড়াই চালিয়ে যাচ্ছেন। এ লড়াই নিয়েই নির্মিত হয়েছে ‘নো আদার ল্যান্ড’, যা ২০২৪ সালের মার্চে অস্কারে সেরা প্রামাণ্যচিত্র হিসেবে পুরস্কৃত হয়।