ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রবেশপথে ২২ হাজারেরও বেশি ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে ‘ইসরায়েলি’ বাহিনী। গাজার সরকারি মিডিয়া অফিসের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা রোববার এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা নিশ্চিত করছি যে গাজা সীমান্তের প্রবেশপথে বর্তমানে ২২ হাজারের বেশি ত্রাণবাহী ট্রাক দাঁড়িয়ে আছে, যার অধিকাংশই জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন মানবিক সংগঠনের মালিকানাধীন। ‘ইসরায়েলি’ দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে এসব ট্রাক আটকে রেখেছে। এটি পরিকল্পিত উপায়ে অনাহার, অবরোধ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অংশ।”
গাজার মিডিয়া অফিস আরও জানায়, এই পরিস্থিতি একটি সম্পূর্ণ যুদ্ধাপরাধ, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং গাজার সাধারণ জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যাকে আরও তীব্র করছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরায়েলি’ দখলদার বাহিনী এবং যারা নীরবতা কিংবা পরোক্ষ সহযোগিতার মাধ্যমে এই অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের সবাইকে এই মানবিক বিপর্যয়ের জন্য দায়ী করা হবে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘আটকে রাখা ত্রাণবাহী ট্রাকগুলোকে অবিলম্বে এবং শর্তহীনভাবে প্রবেশ করতে দিতে হবে, সীমান্ত পুরোপুরি খুলে দিতে হবে এবং গাজার নাগরিকদের কাছে নিরাপদে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে হবে—এর আগেই যেন অনেক দেরি না হয়ে যায়।’
আপনার মতামত লিখুন :