অবরুদ্ধ গাজায় ‘ইসরায়েলি’ হামলায় আরও ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৫৮ জনই ছিলেন ত্রাণপ্রত্যাশী।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, চলমান ‘ইসরায়েলি’ বোমাবর্ষণ এবং মানবিক সহায়তার ওপর কঠোর বিধিনিষেধের ফলে গাজায় প্রতিদিন গড়ে ২৮টি শিশু নিহত হচ্ছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের পক্ষ থেকে লেখা হয়, ‘বোমার আঘাতে মৃত্যু। অপুষ্টি ও অনাহারে মৃত্যু। সহায়তা ও জরুরি পরিষেবার অভাবে মৃত্যু।’
ইউনিসেফ আরও জানায়, ‘গাজায় প্রতিদিন গড়ে ২৮টি শিশু প্রাণ হারাচ্ছে, যেই সংখ্যা একটি শ্রেণিকক্ষের সমান।’
আরও জানানো হয়, গাজার শিশুরা চরম সংকটে রয়েছে। তাদের প্রয়োজন খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ এবং নিরাপত্তা। তবে এর চেয়েও বেশি জরুরি হলো ‘তাৎক্ষণিকভাবে একটি যুদ্ধবিরতি’।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন