ইসরায়েলের সঙ্গে সংঘাতে কয়েক ডজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার পর জীবিত বিজ্ঞানীদের আত্মগোপনে পাঠিয়েছে ইরান।
নতুন করে হামলার আশঙ্কায় তাদের পরিবারের সদস্যদের সাথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শনিবার (৯ আগস্ট) ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি তালিকায় থাকা ১০০ জনের মধ্যে ১৫ জনেরও বেশি বিজ্ঞানী এখন আর নিজ বাড়িতে থাকছেন না কিংবা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন না।
তারা তেহরান ও দেশের উত্তর উপকূলে সুরক্ষিত স্থানে অবস্থান করছেন। তাদের স্থলে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিরা, যাদের পারমাণবিক কর্মসূচির সাথে কোনো সম্পর্ক নেই।
এদিকে, ইরানের বিচার বিভাগ জানিয়েছে, বুধবার ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, ওই ব্যক্তি সংঘাতের সময় নিহত এক পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলে সরবরাহ করত। এই ঘটনার পরই বিজ্ঞানীদের আত্মগোপনে পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :