মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০২:২৪ পিএম

টাইফুন ‘বুয়ালোয়’র তাণ্ডবে মৃতের সংখ্যা ৩০ ছাড়াল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০২:২৪ পিএম

দক্ষিণ-পূর্ব এশিয়ায় টাইফুন ‘বুয়ালোয়’র তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। ছবি- সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ায় টাইফুন ‘বুয়ালোয়’র তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। ছবি- সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ায় টাইফুন ‘বুয়ালোয়’র তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জন ছাড়িয়ে গেছে। এর প্রভাবে প্রবল বর্ষণে বিভিন্ন দেশে বন্যা ও ভূমিধসের ঝুঁকিও তৈরি হয়েছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ভিয়েতনাম কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১৯ জন নিহত ও ২১ জন নিখোঁজ রয়েছেন। চলতি বছর দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। সোমবার উত্তর-মধ্য ভিয়েতনামে আঘাত হানে ‘বুয়ালোয়’। এর প্রভাবে প্রবল জলোচ্ছ্বাস, ঝোড়ো হাওয়া ও ভারি বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কিছু অঞ্চলে ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত ৩০০ মিলিমিটার ছাড়িয়েছে। রাজধানী হ্যানয়সহ বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ফিলিপাইনে গত সপ্তাহে ‘বুয়ালোয়’র তাণ্ডবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট দ্বীপপ্রদেশ বিলিরান। সেখানে ১০ জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণ ও বাতাসে বন্যা এবং কাদার স্রোতে শত শত ঘরবাড়ি, স্কুল ও সেতু ধ্বংস হয়ে যায়। এখনো রাস্তা পরিষ্কার ও পানি সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে।

থাইল্যান্ডে জাতীয় দুর্যোগ প্রতিরোধ সংস্থা জানিয়েছে, ১৭টি প্রদেশে বন্যা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আয়ুত্থায়া প্রদেশে চারজনের মৃত্যু হয়েছে। ইউনেসকো তালিকাভুক্ত প্রাচীন মন্দির ও নিদর্শন, বিশেষ করে গুরুত্বপূর্ণ ওয়াত চায়ওয়াতথানারাম মন্দির রক্ষায় সরকার নদীতীরে ইস্পাত প্রাচীর ও বাঁধ স্থাপন করেছে।

ভিয়েতনামের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, ‘বুয়ালোয়’ বর্তমানে দুর্বল হয়ে ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়ে লাওসের দিকে অগ্রসর হচ্ছে।

এর আগে গত সপ্তাহে টাইফুন ‘রাগাসা’র প্রভাবে প্রবল বর্ষণে অঞ্চলজুড়ে দুর্যোগ নেমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে এ ধরনের ঝড় আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে। সমুদ্রের উষ্ণতা ঝড়কে অতিরিক্ত শক্তি জোগাচ্ছে, ফলে প্রবল বাতাস ও ভারি বর্ষণ বেড়ে যাচ্ছে এবং বৃষ্টিপাতের ধরন বদলাচ্ছে।

Link copied!