ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্রকে ‘কবর দেওয়ার পরিকল্পনা’ ইসরায়েলের কট্টর ডানপন্থি মন্ত্রীর

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৬:২১ পিএম
বেজালেল স্মোট্রিচ এবং একজন নারী তাদের নতুন পরিকল্পনার একটি মানচিত্র ধরে আছেন। ছবি: সংগৃহীত

পূর্ব জেরুজালেমকে অধিকৃত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করতে একটি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে ‘কবর দেওয়া’ হবে বলে জানান তিনি।

পরিকল্পনা অনুযায়ী, ‘ই ওয়ান’ নামক প্রকল্পের আওতায় পশ্চিম তীরের মাআলে আদুমিম বসতি ও জেরুজালেমের মধ্যবর্তী এলাকায় ৩ হাজার ৪০১টি বসতবাড়ি নির্মাণ করা হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশসহ বিশ্বশক্তিগুলো এতদিন এটিকে ভবিষ্যৎ শান্তি চুক্তির জন্য হুমকি হিসেবে বিবেচনা করায় নতুন বসতি স্থাপনে বিরত থাকে তেল আবিব।

বিশ্লেষকরা বলছেন, তথাকথিত ‘ই ওয়ান’ নামক এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবেও ইসরায়েলকে বসতি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনাকে ‘গণহত্যা, উচ্ছেদ ও দখলের ধারাবাহিক অপরাধ’ হিসেবে অভিহিত করেছে এবং নেতানিয়াহুর তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ ধারণার প্রতিফলন বলেও মন্তব্য করেছে।

এদিকে সম্প্রতি ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড স্মোটরিচ ও আরেক ডানপন্থি মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশগুলো বলেছে, এই দুই নেতা বারবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছেন।