ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কাতারে ইসরায়েলি হামলায় দুজন নিহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৫২ পিএম
দোহায় ‘ইসরায়েলি’ বিমান হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর দুই জন নিহত হয়েছেন। ছবি- সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় ‘ইসরায়েলি’ বিমান হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর দুই জন নিহত হয়েছেন। এই হামলায় হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করা হলেও তারা অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, নিহতদের মধ্যে একজন হলেন হিমাম আল-হায়া। তিনি হামাসের গাজা শাখার নেতা খালিল আল-হায়ার ছেলে। 

নিহত অপরজন হলেন জিহাদ লাবাদ, যিনি খালিল আল-হায়ার দপ্তরের পরিচালক হিসেবে কাজ করতেন। এ দুজন বাদে আর কোনো ফিলিস্তিনি নিহত হননি।

ঘটনার সময় হামাসের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে এক বৈঠকে  বসেছিলেন। হামাসের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই বৈঠকের সময়ই হামলাটি হয়, কিন্তু কোনো শীর্ষ নেতা নিহত হননি।

‘ইসরায়েলি’ একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন, হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে খালিল আল-হায়াও ছিলেন। তিনি হামাসের গাজা প্রধানের পাশপাশি প্রধান আলোচকের দায়িত্বও পালন করছেন।

দখলদার ‘ইসরায়েল’-এর হামলার পর দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর শহরটির লেগতিফিয়া পেট্রোল স্টেশন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।

এই পেট্রোল স্টেশনের পাশে একটি ছোট আবাসিক কম্পাউন্ড রয়েছে। দখলদার ‘ইসরায়েল’-এর সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর থেকে কাতারের আমিরি গার্ড সেখানে ২৪ ঘণ্টাই পাহারা দেওয়া শুরু করে।

হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও পুলিশ সদস্যদের যেতে দেখা যায়।