ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

গাজায় শেষ জীবিত আমেরিকান জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা হামাসের

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৪:১৬ এএম
মার্কিন নাগরিক এডান আলেকজান্ডার ছবি: সংগৃহীত

গাজায় শেষ জীবিত জিম্মি মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তির ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

রোববার (১১ মে) এই ঘোষণার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২১ বছর বসয়ী এই তরুণকে আগামী মঙ্গলবার মুক্তি দেবে হামাস।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি হন এডান আলেকজান্ডার। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই সর্বশেষ জীবিত জিম্মি, যাকে আগামী মঙ্গলবার (১৩ মে) মুক্তি দেবে হামাস। 

বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ মে (মঙ্গলবার) তিন দিনের সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন। যদিও এই সফরে ইসরায়েলে তার কোনো যাত্রাবিরতি নেই।

১৩ থেকে ১৬ মে  মার্কিন প্রেসিডেন্ট সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফর করবেন। এর আগেই তিনি এই সফরে ‘অনেক বড়’ ইতিবাচক খবর আসবে বলে জানিয়েছেন। সে হিসেবে তার সফরের আগে এডান আলেকজান্ডারের মুক্তির ঘোষণা অনেকটাই চমক হিসেবে হাজির হলো।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ ইসরায়েলি সংবাদপত্র হারেৎজকে বলেছেন যে, তিনি সোমবার ইসরায়েল ভ্রমণ করবেন। 'উদ্দেশ্য হলো এডান আলেকজান্ডারকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া।'

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, 'মার্কিনিদের প্রতি নিবেদন হিসেবে হামাসের সৈন্য এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার ইচ্ছার কথা ইসরায়েলকে জানিয়েছে। এজন্য বন্দি বিনিময় বা কোনো শর্ত দেয়নি গোষ্ঠীটি।

তবে বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে যে, ইসরায়েল কোনো প্রকার যুদ্ধবিরতিতে রাজি হয়নি। বরং গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে নেওয়া সিদ্ধান্তে অনড় রয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুসারে, আলেকজান্ডারের মুক্তির বিনিময়ে ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে বলা হবে না। তবে আলেকজান্ডারকে নিরাপদে গাজা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতি এবং গাজার উপর দিয়ে ড্রোন উড়ান বন্ধ করতে সম্মত হতে হবে।

ইসরায়েলি জিম্মি ও নিখোঁজ পরিবার ফোরাম কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে আলেকজান্ডারের পরিবার জানিয়েছে, 'তারা হামাসের ঘোষণা সম্পর্কে অবহিত আছে এবং আগামী দিনে এডানের প্রত্যাশিত মুক্তির সম্ভাবনা সম্পর্কে মার্কিন প্রশাসনের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে।'

জিম্মি বিষয়ক মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোহলার রয়টার্সকে বলেছেন, আলেকজান্ডারের পরিকল্পিত মুক্তি 'একটি ইতিবাচক পদক্ষেপ'। তিনি হামাসকে গাজায় বন্দি অবস্থায় মারা যাওয়া আরও চার মার্কিনির মরদেহও মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিহত চার আমেরিকানের মধ্যে ওমর নিউট্র (২১) ও ইতাই হেন (১৯) ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। এবং বাকি দুজন হলেন ইসরায়েলি-আমেরিকান জুডিহ ওয়েইনস্টাইন-হাগাই (৭০) ওর তার স্বামী গ্যাড হাগাই (৭৩)। এই দম্পতি গাজা সীমান্তে ইসরায়েলি কিবুতজ নির ওজে বাস করতেন। ২০২৩ সালের ৭ অক্টোবর তারা হামাসের হাতে জিম্মি হন।