জাপানে একাকীত্ব মোকাবেলায় অভিনব এক উদ্যোগ নিয়েছে একটি টোকিওভিত্তিক প্রতিষ্ঠান। ‘ওকে গ্র্যান্ডমা’ নামের এক ব্যতিক্রমধর্মী সেবার মাধ্যমে ইচ্ছুক ব্যক্তিরা এখন ভাড়ায় পেতে পারেন একজন স্নেহময়ী ‘দাদি বা নানি’। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।
উদ্যোগটি চালু করেছে ‘ক্লায়েন্ট পার্টনার্স’ নামের একটি প্রতিষ্ঠান। এই সেবায় ৬০ থেকে ৯৪ বছর বয়সী অভিজ্ঞ প্রবীণ নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা রান্না, গৃহস্থালির কাজ, সম্পর্কবিষয়ক পরামর্শ দেওয়া কিংবা নিছক গল্প করার মতো সামাজিক সঙ্গ দেওয়ার পাশাপাশি, বিয়ে বা সামাজিক অনুষ্ঠানেও অতিথি হিসেবে অংশ নিতে পারেন।
জাপানের মতো উন্নত সমাজে একাকীত্ব এখন একটি বড় সামাজিক সমস্যা, বিশেষ করে শহরাঞ্চলে। এই প্রেক্ষাপটে ‘ওকে গ্র্যান্ডমা’ সেবা অনেকের জন্যই পারিবারিক উষ্ণতা ও মানসিক সান্ত্বনার প্রতীক হয়ে উঠেছে। একইসঙ্গে এটি প্রবীণ নারীদের জন্য একটি অর্থ উপার্জনের সুযোগও তৈরি করছে যারা অবসরজীবনেও সক্রিয় থাকতে চান এবং সমাজের সঙ্গে যুক্ত থাকার প্রয়োজন বোধ করেন।
সেবার মূল্যও তুলনামূলকভাবে সাধ্যের মধ্যে রাখা হয়েছে। ঘণ্টাপ্রতি ভাড়া ৩ হাজার ৩০০ ইয়েন (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২ হাজার ৭০০ টাকা)। এছাড়া পরিবহন ও অন্যান্য খরচ বাবদ যুক্ত হয় আরও ৩ হাজার ইয়েন।
জাপানে ৬৫ বছর বা তার ঊর্ধ্বে বয়সিদের সংখ্যা দিন দিন বাড়ছে। দেশটিতে এখন প্রায় প্রতি তিনজনের একজন প্রবীণ নাগরিক। এমন প্রেক্ষাপটে ‘ওকে গ্র্যান্ডমা’ কেবল একটি বাণিজ্যিক উদ্যোগ নয় এটি প্রজন্মগত ব্যবধান কমানোর একটি সামাজিক প্রয়াস হিসেবেও বিবেচিত হচ্ছে।
জাপানের বিশিষ্ট সমাজ বিশ্লেষক মারিকো তানাকা বলেন, ‘এটি শুধু একটি পরিষেবা নয়, বরং সমাজে ছিন্ন হয়ে যাওয়া সম্পর্ক ও আন্তরিকতার বন্ধনগুলো পুনর্গঠনের এক মানবিক প্রচেষ্টা।’
আপনার মতামত লিখুন :