অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পোরেপানকাহ’র একটি এলাকায় গোলাগুলি চলছে। এ ঘটনায় এরই মধ্যে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার সকালে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এরইমধ্যে ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় এখনো বিস্তারিত জানায়নি পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম দ্য এইজ জানিয়েছে, দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। ফেডারেল কর্তৃপক্ষ বলছে, এ গোলাগুলির ঘটনায় অভিযান চালানো কয়েকজন কর্মকর্তার নিরাপত্তা নিয়ে তাদের ‘গভীর উদ্বেগ’ রয়েছে।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, পুলিশের বিপুলসংখ্যক গাড়ি এবং একাধিক অ্যাম্বুলেন্স দ্রুতগতিতে ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছে।
এ ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘পুলিশ প্রতিদিনই ঝুঁকি নিয়ে কাজ করছে। ভিক্টোরিয়ার পুলিশ কমিশনার বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’
ভিক্টোরিয়ার প্রিমিয়ার জেসিন্টা অ্যালান এক বিবৃতিতে বলেন, ‘আমাদের পুলিশ কর্মকর্তারা প্রতিদিনই অসাধারণ সাহসিকতা ও বীরত্ব দেখিয়ে চলছেন। তারা আমাদের মধ্যে শ্রেষ্ঠ।’
তিনি আরও জানান, পরিস্থিতি এখনো সক্রিয় এবং জনসাধারণকে পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। প্রয়োজনীয় তথ্য পর্যায়ক্রমে জানানো হবে।