পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের একটি জলবিদ্যুৎ কেন্দ্রে বোমাবর্ষণ করেছে ভারতীয় বিমান বাহিনী। নীলম নদী থেকে ঝিলম নদীর মধ্যেকার এই বিদ্যুৎকেন্দ্রটি মুজাফফরাবাদ থেকে প্রায় ২৬ মাইল দক্ষিণে অবস্থিত। নীলম-ঝিলম নদীর এই বাঁধটির মাধ্যমে ৯৬৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে আজাদ কাশ্মীরের সরকার।
বুধবার (৭ মে) পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি জানায়, পাকিস্তানের পানি সম্পদের উপর ভারত সবচেয়ে ভয়াবহ কাপুরুষোচিত আগ্রাসন চালাচ্ছে। নীলম-ঝিলাম পানি প্রকল্পের নৌসেরি বাঁধে গোলাবর্ষণ করেছে ভারত।
এদিন প্রথম প্রহরে নীলম নদীর উপর নৌসেরি বাঁধের ইনটেক স্ট্রাকচারে আঘাত হানে ভারতের ছোড়া বোমা। ডি-স্যান্ডার্স ইউনিটের ইনটেক গেটগুলো এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, হাইড্রোলিক সিস্টেমের একটি হাইড্রোলিক সুরক্ষা ইউনিটও লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলায় একটি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাধারের মতো সংবেদনশীল স্থানগুলোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটি।
এর আগে, বুধবার প্রথম প্রহরে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। ক্ষেপণাস্ত্রের আঘাতে মসজিদ, স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছেন ২৬ পাকিস্তানি বেসামরিক। অন্যদিকে ভারতে পাল্টা হামলা চালিয়ে রাফায়েল-সহ পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। ভারত সাদা পতাকা উত্তোলন করে আত্মসমর্পণের বার্তাও দিয়েছে দাবি করেছে ইসলামাবাদ।
আপনার মতামত লিখুন :