ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

ভারতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ১০:০১ এএম
পাকিস্তানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ফাতাহ-১। ছবি: সংগৃহীত

ভারতের একের পর এক হামলার জবাবে এবার বড় ধরনের সামরিক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।

প্রথমে ড্রোন, গোলাবর্ষণ ও ছোট ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দেওয়া হলেও এবার সরাসরি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ভারতে ছুড়েছে পাকিস্তান।

এই হামলা চালানো হয়েছে ভারতের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে।

শনিবার (১০ মে) ভোরে আলজাজিরা জানায়, পাকিস্তান ভারতের বিরুদ্ধে বড় হামলা চালিয়েছে। এই হামলায় প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ফাতাহ-১ নামের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। তাদের দাবি, কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি।

পাকিস্তান বলছে, ৬ মে রাতের দিকে ভারতের হামলায় তাদের সাধারণ মানুষ নিহত হয়। তারা সংযম দেখিয়েছিল, কিন্তু ভারত আক্রমণ বন্ধ না করায় পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে।

এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন বুনইয়ান উল মারসুস’। এই অভিযানে ভারতের পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে বলে জানায় পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানায়, এই হামলার পরপরই ভারতীয় সেনাবাহিনী একটি পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে।