ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

‘১৯৭১ সালের যুদ্ধে ভারতের হাতে পরাজয়ের প্রতিশোধ নিয়েছি’

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৮:৪০ এএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারতের বিরুদ্ধে চালানো সাম্প্রতিক সেনা অভিযান ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ সফলভাবে শেষ হয়েছে এবং এর মাধ্যমেই পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধে ভারতের হাতে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে।

বুধবার (১৪ মে) তিনি শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে অভিযানকারী সেনাদের সঙ্গে দেখা করেন এবং তাদের সাহসিকতার প্রশংসা করেন। শাহবাজ বলেন, ‘এই অভিযান ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। পাকিস্তানের সেনারা কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের অপ্ররোচিত আগ্রাসনের জবাব দিয়েছে।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে শাহবাজ বলেন, ‘বিশ্ব জানে ১৯৭১ সালে কে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। এখন সেই একই শক্তি বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মোদি, আপনার উসকানিমূলক বক্তব্য আপনার কাছেই রাখুন। পাকিস্তান শান্তি চায়, তবে এই শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা ভাবলে ভুল করবেন।’

ভারতের পক্ষ থেকে পাকিস্তানে প্রবাহিত পানি বন্ধের হুমকির জবাবে শাহবাজ বলেন, ‘যদি ভারত পানি বন্ধ করার চেষ্টা করে, তাহলে মনে রাখতে হবে- পানি ও রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এটা আমাদের সীমারেখা, যেখানে ছাড় দেওয়া হবে না।’

শেষে তিনি আবারও ভারতকে হুঁশিয়ার করে বলেন, ‘মোদি, যদি আরেকবার আগ্রাসনের চেষ্টা করা হয়, তাহলে এর ফল হবে কল্পনারও বাইরে।’