পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য ‘গুরুতর হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছে দেশটির সেনাবাহিনী।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সেনাবাহিনীর গণমাধ্যম উইং আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
আইএসপিআর প্রধানের অভিযোগ, ইমরান খান ও তার দল সেনাবাহিনী বিরোধী বর্ণনা ছড়াচ্ছে, বিদেশি পক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং রাজনৈতিক অস্থিরতা উসকে দিচ্ছে। ইমরানের নাম না উল্লেখ করেই তিনি বলেন, ওই রাজনৈতিক নেতা এমন অহংকারে ভুগছেন যে মনে করেন, ‘আমি ছাড়া কিছুই সম্ভব নয়’। তার মতে, ‘বিভ্রান্ত ও আত্মকেন্দ্রিক’ এই মানসিকতা এখন জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।
জেনারেল চৌধুরী দাবি করেন, জেল থেকে প্রতিবার বৈঠকের পর ইমরান নতুনভাবে সেনাবাহিনীকে টার্গেট করছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রল নেটওয়ার্ক পরিচালনার অভিযোগও তোলেন তিনি। বলেন, ভারত ও আফগানিস্তানের কিছু সংবাদমাধ্যম ইমরানের বক্তব্য প্রচার করছে সমন্বিতভাবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ মানে ‘আরেকটি সেনাবাহিনী তৈরির সুযোগ করে দেওয়া’।
ইমরান খানের সাম্প্রতিক টুইটকে ‘অবাস্তব ও অতিরঞ্জিত’ উল্লেখ করে আইএসপিআর প্রধান বলেন, তার ব্যক্তিগত অহংকার জাতীয় স্বার্থের ওপর চড়ে বসেছে।
এ সময় তিনি ইমরান খানকে শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিজের তুলনাকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন। জাতীয় নিরাপত্তার প্রশ্নে কঠোর হুঁশিয়ারি দিয়ে জেনারেল চৌধুরী বলেন, রাষ্ট্র ও নির্বাচিত সরকারই সর্বোচ্চ কর্তৃপক্ষ; সেনাবাহিনী তাদের অধীন প্রতিষ্ঠান। মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা রাষ্ট্রবিরোধী প্রচারণায় ব্যবহার করা যায় না।
তিনি গণমাধ্যমগুলোকে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। পাকিস্তান থাকবে, সেনাবাহিনীও থাকবে।
সূত্র: জিও নিউজ

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন