সম্প্রতি অনেকেই খেয়াল করেছেন, ডোনাল্ড ট্রাম্প যতই আলোচনায় থাকুন না কেন, তার স্ত্রী মেলানিয়াকে তেমন একটা দেখা যাচ্ছে না তার সঙ্গে। এতে অনেকেরই মনে প্রশ্ন উঠছে, কোথায় গেলেন মেলানিয়া?
তবে কি ট্রাম্পের সঙ্গে সম্পর্কে ছেদ ধরেছে তার? নাকি অন্য কোনো সমস্যা দেখা দিয়েছে?
নিজেকে নিয়ে ব্যস্ত মেলানিয়া
মেলানিয়া সবসময়ই একটু লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসেন। তিনি রাজনীতি বা মিডিয়ার ঝামেলায় বেশি জড়াতে চান না।
শোনা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের যেসব আইনি সমস্যা চলছে, সেসব নিয়েও তিনি বেশ বিরক্ত। তাই তিনি নিজের মতো থাকতে চান । চুপচাপ, শান্তভাবে।
পরিবারই প্রথম
২০২৪ সালের বড়দিনে ট্রাম্প পরিবারের একটা ছবি ভাইরাল হয়, কিন্তু মেলানিয়া সেখানে ছিলেন না। পরে জানা যায়, তার মা তখন গুরুতর অসুস্থ ছিলেন, আর তিনি মায়ের পাশে থাকার জন্যই ওই ছবিতে ছিলেন না।
এতে বোঝা যায়, পরিবারকে কতটা গুরুত্ব দেন তিনি।
কী করছেন মেলানিয়া?
অনেকেই ভাবতে পারেন তিনি কিছুই করছেন না, কিন্তু তা ঠিক নয়। তিনি সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ আইন (Take It Down Act) পাসের সময় হাজির ছিলেন, যা ব্যক্তিগত ছবি বা ভিডিও অনলাইনে ছড়ানো বন্ধে সাহায্য করবে।
এ ছাড়া, নিজের আত্মজীবনীর একটা এআই ভার্সন অডিওবুক হিসেবেও প্রকাশ করেছেন। নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতেও আগ্রহী তিনি।

ট্রাম্পকে সাপোর্ট করেন, তবে দূর থেকেই
মেলানিয়া তার স্বামীকে সমর্থন করেন ঠিকই, কিন্তু সেটি খুব লাইমলাইটে না গিয়েই করেন। তিনি চান না সবসময় মিডিয়ার ফ্ল্যাশের সামনে থাকতে। তাই অনেক সময় তার না থাকা মানেই তিনি দূরে সরে গেছেন, এমন না।
মেলানিয়া ট্রাম্প এখন নিজের মতো জীবনযাপন করছেন। পরিবার, নিজের পছন্দ, আর শান্তি তার জন্য সবচেয়ে বড় ব্যাপার। তিনি রাজনীতিতে বেশি ঘেঁষতে চান না, কিন্তু স্বামীকে সাপোর্ট করতেও ভুলছেন না। আর সেটাই তার স্টাইল।
আপনার মতামত লিখুন :