উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সামরিক গোয়েন্দা সংস্থার (রেকনেসান্স জেনারেল ব্যুরো) সদস্য সং কুম হিয়কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। হিয়ক ‘আন্দারিয়েল’ নামে পরিচিত একটি হ্যাকিং দলের সক্রিয় সদস্য বলে জানা যায়।
মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিবিএস নিউজ।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, সং কুম হিয়ক উত্তর কোরিয়ার আইটি কর্মীদের মার্কিন নাগরিক সেজে বিদেশি কোম্পানিতে চাকরি পেতে সহায়তা করতেন। চাকরির মাধ্যমে উপার্জিত অর্থের বড় অংশ কিম জং উনের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যয় করা হতো।
২০২২ সাল থেকে সং কুম হিয়ক মার্কিন নাগরিকদের নাম, সোশ্যাল সিকিউরিটি নম্বর এবং ঠিকানা চুরি করে ভুয়া পরিচয়পত্র তৈরি করতেন। এই ভুয়া পরিচয় দিয়ে উত্তর কোরীয় কর্মীরা চাকরি পেতেন। আর সেই উপার্জনের ভাগ দিতেন সং কুম হিয়ককে।
মার্কিন কর্মকর্তাদের মতে, চীন ও রাশিয়ায় অবস্থানরত হাজার হাজার দক্ষ আইটি কর্মী এই প্রতারণামূলক কর্মসূচির অংশ। তাদের বানানো সফটওয়্যার ব্যবহৃত হয় ব্যবসা, স্বাস্থ্য, সামাজিক যোগাযোগ ও বিনোদনের নানা খাতে। এমনকি ভার্চুয়াল মুদ্রা লেনদেনের মাধ্যমেও অর্থ পাচার হয়।