ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

‘ভালো খেলোয়াড় কিন্তু শিরোপাহীন’, ইয়ামালকে নিয়ে রোনালদো পুত্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০২:০৬ এএম
ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে, ক্রিস্টিয়ানো জুনিয়র ও বার্সেলোনার তারকা ফুটবলার লামিন ইয়ামাল। ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে, ক্রিস্টিয়ানো জুনিয়র। বার্সেলোনার উঠতি তারকা লামিন ইয়ামাল সম্পর্কে তার এক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তুমুল বিতর্কের বিষয়।

সম্প্রতি জনপ্রিয় স্ট্রিমার রাকাইয়ের টুইচ চ্যানেলে অতিথি হয়ে আসেন রোনালদো পুত্র। সেখানে ইয়ামাল সম্পর্কে এক প্রশ্নের জবাবে ক্রিস্টিয়ানো জুনিয়র বলেন, ‘হ্যাঁ, এখন ইয়ামাল ভালো খেলছে, ঠিক আছে। কিন্তু সে এখনও কিছুই জেতেনি।’

রাকাইয়ের সরাসরি প্রশ্ন ছিল-  ‘তুমি কি মনে করো ইয়ামাল তোমার বাবার থেকে ভালো?’ জবাবে দ্বিধাহীনভাবে ইয়ামালের প্রশংসা করলেও, তার ‘শিরোপাহীন’ অবস্থাকে সামনে টেনে আনেন রোনালদো জুনিয়র।

ক্রিস্টিয়ানো জুনিয়রের এই মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই এটিকে এক ধরনের ‘চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন ইয়ামালের প্রতি।

কেউ কেউ আবার বলছেন, এটি শুধুই একটি তরুণ কিশোরের মতামত, যেটি গর্বের জায়গা থেকে এসেছে।

তবে নিঃসন্দেহে এই বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে বার্সেলোনার তরুণ তারকাকে।

কে এই লামিন ইয়ামাল?

মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার মূল একাদশে জায়গা করে নেওয়া লামিন ইয়ামাল  এরই মধ্যে নিজেকে ভবিষ্যতের সম্ভাবনাময় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে স্পেন জাতীয় দলেও তাকে সুযোগ দেওয়া হয়েছে।

অনেক ফুটবল বিশ্লেষকই ইয়ামালকে ‘নেক্সট বিগ থিং’ হিসেবে দেখছেন। তবে সত্যিই, এখনো তার ঝুলিতে কোনো বড় আন্তর্জাতিক বা ক্লাব শিরোপা নেই- যা রোনালদো জুনিয়রের মন্তব্যকে একটি বাস্তবভিত্তিক পর্যবেক্ষণও করে তুলেছে।

ইয়ামালের ক্যারিয়ার এখনো শুরু পর্যায়ে। সম্ভাবনা ও প্রতিভা থাকলেও, সময়ই বলে দেবে তিনি কেবল উঠতি তারকা হয়ে থাকবেন নাকি রোনালদো-মেসির মতো কিংবদন্তির কাতারে পৌঁছাবেন।