কয়েক সপ্তাহ আগে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর আবারও হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরান খুব খারাপ সংকেত দিচ্ছে, খুব বাজে সংকেত।’ সোমবার স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
ট্রাম্প ইরানের উদ্দেশে আরও বলেন, ‘তারা যা করছে, তা উচিত নয়। আমরা ইতোমধ্যেই তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছি। তারা যদি আবার শুরু করে, তবে আমরা আগের চেয়ে আরও দ্রুত ধ্বংস করব। আমরা তা খুশি মনে করব, প্রকাশ্যে করব।’
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনার আগে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের কথা পুনরায় জোর দিয়ে বলেন। তিনি জানান, আলোচনাগুলো ‘গুরুত্বপূর্ণ ও খোলামেলা’ ছিল। তবে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় আরাগচি বলেন, ‘হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করলে ইরান কখনো সাড়া দেবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি চিকিৎসা ও বেসামরিক চাহিদার জন্য। ইরান যদি আবার হামলার শিকার হয়, তবে আরও কঠোর প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না।’
গত সপ্তাহে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানান, ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না, তবে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে।
এদিকে, ‘ইসরায়েল’ আবারও ইরানের ওপর হামলা শুরুর ইঙ্গিত দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ রোববার বলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে একটি বার্তা দিতে চান।