বয়স পৌঁছেছে ৯১ বছরে। চার নারীকে হত্যার দায়ে করছেন কারাভোগ। অথচ তিনি নিজেই নাকি দাবি করেছেন, মোট ২৬ নারীকে হত্যা করেছেন নিজ হাতে। এই কুখ্যাত সিরিয়াল কিলার যুক্তরাষ্ট্রের বাসিন্দা জোসেফ নাসো। ভুক্তভোগীদের প্রথম ও শেষ নাম একই অক্ষর দিয়ে শুরু হওয়ায় তার কুখ্যাতি ছড়িয়ে পড়ে ‘অ্যালফাবেট কিলার’ হিসেবে। সংবাদমাধ্যম ফাস্টপোস্টের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এই কুখ্যাত সিরিয়াল কিলারের বিস্তারিত।
প্রতিবেদনে বলা হয়, চার নারীকে হত্যার ঘটনায় ২০১৩ সালে দোষী সাব্যস্ত হন নাসো। নিহতরা হলেন: ১৯৭৭ সালে ফেয়ারফ্যাক্সে নিহত রক্সিন রগাশ (১৮), ১৯৭৮ সালে পোর্ট কোস্টায় নিহত কারমেন কোলন (২২), ১৯৯০-এর দশকের শুরুতে ইউবা কাউন্টিতে নিহত পামেলা পারসন্স (৩৮) এবং ট্রেসি তাফোয়া।
কিন্তু নাসোর সহবন্দি বিল নোগুয়েরা স্থানীয় গণমাধ্যমকে জানান, নাসো স্বীকার করেছেন মোট ২৬ নারীকে হত্যা করেছেন তিনি। এমনকি ভুক্তভোগীদের নিয়ে তৈরি একটি ‘গ্রেটেস্ট হিটস’ তালিকাও রেখেছিলেন নিজের কাছে।
আরেক সিরিয়াল কিলারের সঙ্গে নাম জড়িয়ে ক্ষুব্ধ
নোগুয়েরা বলেন, নাসো ক্ষুব্ধ হয়েছিলেন যখন তার তালিকাভুক্ত এক হত্যার দায় আরেক কুখ্যাত সিরিয়াল কিলার রডনি আলকালার ওপর চাপানো হয়। আলকালা ‘ডেটিং গেম কিলার’ নামে পরিচিত।
নাসো দাবি করেন, ১৯ বছর বয়সি পামেলা ল্যাম্বসনকে তিনি নিজেই হত্যা করেন। নিজেকে ওকল্যান্ড এ’স বেসবল টিমের সরকারি আলোকচিত্রী পরিচয় দিয়ে নগ্ন ছবি তোলার প্রলোভন দেখিয়ে তিনি ল্যাম্বসনকে ফাঁদে ফেলেন। পরে তাকে ধর্ষণ ও খুন করে মৃতদেহ ফেলে যান একটি গাছের নিচে।
হত্যার আগে সাজানো ছবি, প্রভাব ‘দ্য ডোরস’ গান
নোগুয়েরা জানান, অন্তত ছয় ভুক্তভোগীকে হত্যার আগে নাসো মৃতদেহের মতো ভঙ্গিতে সাজিয়ে ছবি তুলেছেন। এ ছাড়া তিনি প্রায়ই শিকার খুঁজতে বের হতেন ‘দ্য ডোরস’ ব্যান্ডের গান ‘রাইডার্স অন দ্য স্টর্ম’ শুনতে শুনতে।
পুরোনো মামলার তদন্তে নতুন করে গতি
নাসোর এই নতুন স্বীকারোক্তির পর ক্যালিফোর্নিয়া ও অন্যান্য অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ পুরোনো অমীমাংসিত মামলাগুলো আবারও খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি তিনি।
বর্তমানে নাসো স্টকটনে অবস্থিত একটি কারাগারের মেডিকেল সেন্টারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি হিসেবে আছেন। তদন্তকারীরা তার স্বীকারোক্তি কতটা সত্য এবং তা নতুন অভিযোগ আনার মতো যথেষ্ট প্রমাণ কি না তা যাচাই করছেন।
নতুন তথ্যচিত্রে উঠে আসবে গোপন কাহিনি
আগামী ১৩ সেপ্টেম্বর ‘অক্সিজেন’ টেলিভিশনে প্রচারিত হবে নতুন তথ্যচিত্র ‘ডেথ রো কনফিডেনশিয়াল: সিক্রেটস অব অ্যা সিরিয়াল কিলার’।
তথ্যচিত্রটিতে নাসোর সঙ্গে কথা বলা একমাত্র সাংবাদিক ড্যান নয়েসসহ কয়েকজন সহবন্দির সাক্ষাৎকার অন্তর্ভুক্ত করা হয়েছে। বন্দি বিল নোগুয়েরা ও কেন মেইন্সের সহযোগিতায় নাসোর বেশ কিছু অমীমাংসিত মামলার সূত্রও মিলেছে, যা ভুক্তভোগী পরিবারের জন্য কিছুটা হলেও শান্তি বয়ে আনতে পারে।
প্রযোজনায় রয়েছে উলফ এন্টারটেইনমেন্ট, ফায়ারসাইড পিকচার্স, ইউনিভার্সাল টেলিভিশন অল্টারনেটিভ স্টুডিও এবং ভ্যানিটি ফেয়ার স্টুডিওস।