মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পেতে চাইলে তাকে অবশ্যই গাজার যুদ্ধ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার নিউইয়র্ক থেকে ফ্রান্সের বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধ থামানোর ক্ষমতা কেবল ট্রাম্পেরই আছে।
সংবাদমাধ্যম সিএনএ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ম্যাক্রোঁ বলেন, ‘একজন মানুষ আছেন যিনি এ বিষয়ে কিছু করতে পারেন, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ আমরা অস্ত্র দিই না, যা দিয়ে গাজায় যুদ্ধ চালানো সম্ভব হয়। কিন্তু যুক্তরাষ্ট্র তা করে।’
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে পশ্চিমা মিত্ররা স্বীকৃতি দেওয়ায় সমালোচনা করেন ট্রাম্প। তবে তিনি বলেন, ‘আমাদের গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে হবে।’
ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, “আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি, যিনি এখানে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি আজ সকালে বলেছেন, ‘আমি শান্তি চাই। আমি সাতটি সংঘাতের সমাধান করেছি।’ তিনি নোবেল শান্তি পুরস্কার চান। কিন্তু এই পুরস্কার পাওয়া তখনই সম্ভব, যখন এই সংঘাত বন্ধ করা যাবে।”
প্রসঙ্গত, শান্তি চুক্তি বা অস্ত্রবিরতি মধ্যস্থতার কারণে ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়াসহ কয়েকটি দেশ ট্রাম্পকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে।
ট্রাম্প নিজেও দাবি করেছেন, তিনি এই সম্মান পাওয়ার যোগ্য—যা ইতোমধ্যে চারজন মার্কিন প্রেসিডেন্ট পেয়েছেন।