ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

তিন দেশের চার সংগঠনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৩:৩৪ পিএম
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি- সংগৃহীত

জার্মানি, ইতালি ও গ্রিসভিত্তিক চারটি সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এ গোষ্ঠীগুলোকে ‘সহিংস অ্যান্টিফা নেটওয়ার্ক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ২০ নভেম্বর থেকে এগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন (এফটিও) হিসেবেও ঘোষণা করা হবে। 

রুবিও বলেছেন, এসব গোষ্ঠী বিপ্লবী অরাজকতাবাদী বা মার্কসবাদী মতাদর্শে বিশ্বাসী এবং ‘অ্যান্টি-আমেরিকানিজম’, ‘অ্যান্টি-ক্যাপিটালিজম’ ও ‘অ্যান্টি-ক্রিশ্চিয়ানিটি’র নামে দেশে-বিদেশে সহিংসতা উসকে দিচ্ছে। যুক্তরাষ্ট্র এসব গোষ্ঠীর তহবিল ও সম্পদ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বামপন্থি সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

এর আগে প্রথম মেয়াদেও তিনি অ্যান্টিফাকে টার্গেট করার হুমকি দেন এবং গত সেপ্টেম্বরে এক নির্বাহী আদেশে অ্যান্টিফাকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেন। অ্যান্টিফা একটি বিকেন্দ্রীভূত আন্দোলন, যার কোনো কেন্দ্রীয় নেতৃত্ব বা কাঠামো নেই।

মার্কিন প্রশাসনের দাবি, জার্মানিভিত্তিক অ্যান্টিফা ওএসটি ২০১৮-২০২৩ সালে ডানপন্থি কর্মীদের বিরুদ্ধে বহু হামলা চালিয়েছে এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বুদাপেস্টেও আরও হামলা চালায়।