বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৬ষ্ঠ নিয়োগ সুপারিশে সর্বশেষ তথ্য অনুযায়ী ৫৭ হাজার ৩৭৮টি আবেদন করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ষষ্ঠ নিয়োগ সুপারিশে আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত এই আবেদন ও ফি জমা গেছে। তবে, টাকা জমা দেয়া যাবে ১৩ জুলাই রাত বারোটা পর্যন্ত। এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে। এই সময়ে ওয়েবসাইট আপডেটের কারণে আবেদন প্রক্রিয়া প্রায় ২০ ঘণ্টা ধরে স্থগিত ছিলো।
উল্লেখ্য, সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেয়ার লক্ষ্যে ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।